
আজ রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সাথে তার অফিস কক্ষে বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের উপ-পরিচালক রোশান আরা শ্রেষ্ঠা এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।
সাক্ষাতকালে তারা জানান বাংলাদেশে সুপেয় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনার বিভিন্ন প্রকল্পে সহায়তা করছে এবং মন্ত্রীকে এক্ষেত্রে তারা আরো সহায়তা করতে আগ্রহী।
মন্ত্রী প্রতিনিধিদলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশে তাদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এসময় স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমানসহ মন্ত্রণালয় ও বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।