Home শীর্ষ সংবাদ স্বজনদের কাছে ফিরলেন এমভি আবদুল্লাহর নাবিকরা

স্বজনদের কাছে ফিরলেন এমভি আবদুল্লাহর নাবিকরা

265
0
SHARE

Image not found

ফিরে আসা নাবিকরা। ছবি: সংগৃহীত  

পরিক্রমা ডেস্ক
১৪ মে ২০২৪

চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছেছেন এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকরা। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার এক মাস পর তারা স্বজনদের কাছে ফিরলেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টায় এমভি জাহান মণি-৩ লাইটার জাহাজে করে এসে বন্দরের নিউমুরিং টার্মিনালে পৌঁছেছেন নাবিকরা। গতকাল সোমবার সন্ধ্যা ৬টায় এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় নোঙর করে।

বন্দরে নাবিকদের বরণ করে নিতে বন্দর জেটিতে ছিলেন নাবিকদের পরিবারের সদস্যরা, বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল, কেএসআরএম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, উপব্যবস্থাপনা পরিচালক সরওয়ার জাহান রোকন, উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম।

কেএসআরএমের উপব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের ভাইয়েরা আমাদের কাছে ফিরে এসেছেন, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। আমরা অনেক খুশি। জিম্মি হওয়ার পর থেকে মুক্তি পাওয়া এবং দেশে ফিরে আসা—এ পর্যন্ত সব কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ।’

উল্লেখ্য, সোমালিয়ান জলদস্যুদের হাতে অপহরণের দীর্ঘ ১ মাস পর গত ১৩ এপ্রিল সোমালিয়ার সময় রাত ১২টা এবং বাংলাদেশ সময় রাত ৩টায় মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক। এর আগে জলদস্যুদের মুক্তিপণের টাকা পৌঁছানো হয় একটি বিশেষ এয়ারক্রাফটের মাধ্যমে। এই এয়ারক্রাফট থেকে দস্যুদের নির্ধারিত স্থানে তিনটি ব্যাগভর্তি ডলার পৌঁছানো হয়।

মুক্তির পর জাহাজটি দুবাইয়ের উদ্দেশে রওনা দেয়। ২১ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হারমিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে জাহাজটি।

image_pdfimage_print