Home জাতীয় ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যা পেয়েছি এডিট ছাড়া সেটাই প্রকাশ করেছি’

‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যা পেয়েছি এডিট ছাড়া সেটাই প্রকাশ করেছি’

39
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা প্রতিবেদক : সদ্য প্রকাশিত রাজাকারের তালিকা নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যা পেয়েছি, কোনও ধরনের এডিট (সম্পাদনা) ছাড়া দাড়ি, কমা, সেমিকোলনসহ সেটাই হুবহু প্রকাশ করেছি।

তিনি বলেন, তালিকাটি ১৯৭১ সালে তৈরি করা হয়েছিল। সেই তালিকাটি দাড়ি, কমা, সেমিকোলনসহ প্রকাশ করেছি। জাতির দাবি ছিল তালিকাটি প্রকাশ করার। তাই আমরা প্রকাশ করেছি। সপ্রণোদিত হয়ে আমরা কিছুই করিনি।

মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ব্যাপক হারে অভিযোগ পেলে তালিকাটি প্রত্যাহার করে নেওয়া হবে এবং পুনরায় প্রকাশের সময় অবশ্যই দুঃখ প্রকাশ করা হবে।

image_pdfimage_print