
আশিক সরকার ঃ করোনা সংক্রমণ নিয়ে চট্টগ্রাম জেলার সাবেক জেলা প্রশাসক ও চট্টগ্রাম বিভাগের সাবেক বিভাগীয় কমিশনার এবং সদ্য যোগদানকৃত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য সুরক্ষা সেবা বিভাগের সন্মানিত সচিব জনাব মো. আবদুল মান্নানের সহধর্মিনী কামরুন নাহারের
মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক,আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
আজ রবিবার সকালে স্বাক্ষরিত এক শোক বার্তায় শোক জানানো হয়, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাতও জান্নাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল।
জানা যায়, শনিবার (১৩ জুন) রাত ১২ দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।