Home রাজনীতি হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার বিতরণ করলেন রিপন

হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ঈদ উপহার বিতরণ করলেন রিপন

37
0
SHARE

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-৫ এর অসহায় হতদরিদ্র জনগণের বন্ধু ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন। ওমরাহ হজ শেষে ঢাকায় ফিরেই প্রতিবারের ন্যায় এবারও ঈদ উপহার পৌঁছে দেয়ার কর্মসূচি গ্রহণ করলেন।

আজ ২৩/৪/২২ ইং তারিখ শনিবার একাউন্টিং অ্যালমোনাই এসোসিয়েশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর উদ্যোগে দনিয়া যাত্রাবাড়ী এলাকায় ঈদ উপহার বিতরণ করেন।

মানব সেবাই পরম ধর্ম। অসহায় হতদরিদ্ররা ঈদের উপহার পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে।
এ সময় আলহাজ্ব কামরুল হাসান রিপন বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি সর্বসময় অসহায় মানুষের পাশে আছি থাকবো। ঈদের আনন্দ সর্বস্তরের জনগণের মাঝে পৌঁছে দিতে প্রতিবারের মতো এবারও আমি আলহামদুলিল্লাহ কর্মসূচি গ্রহণ করেছি। আমি যেন মানুষের মাঝে সুষ্ঠুভাবে সেবা পৌঁছে দিতে পারি সেজন্য সকলের দোয়া চাচ্ছি।

image_pdfimage_print