
বি.পরিক্রমা রিপোর্টঃ জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বৃহস্পতিবার হরতাল ডেকেছে বাম জোট। এর আগে বুধবার রাত ১১টার দিকে হরতালের সমর্থনে রাজধানীর পল্টন মোড়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন মিয়া সংবাদমাধ্যমকে বলেন, গাড়ি ভাঙচুরের খবর পেয়ে আমাদের থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, কয়েকটি টায়ারে আগুন জ্বলছে এবং গাড়ির ভাঙা কাঁচ রাস্তা পড়ে আছে।
তিনি আরও বলেন, পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মিছিলকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। গাড়ি ভাঙচুর ও টায়ারে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।