Home ব্রেকিং হাইমচরে শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন

হাইমচরে শিক্ষামন্ত্রীর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহন

33
0
SHARE

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলায় বিভিন্ন কর্মসূচিত অংশগ্রহন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে একদিনের সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে আসেন মন্ত্রী। সকাল ১১টায় উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয় গ্রীষ্মকালীন প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গনে নিবন্ধনকৃত জেলেদের মাঝে উপকরণ হিসেবে ছাগল বিতরণ করেন। এই সময় চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একই স্থানে উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্থ ১৯০ জনের মাঝে ১৯০ বান্ডেল ঢেউটিন এবং নগদে ৩ হাজার টাকা করে প্রদান করেন শিক্ষামন্ত্রী।

পরে হাইমচর উপজেলা কৃষি সম্প্রসার অধিদপ্তর কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী কৃষি মেলা ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এরপূর্বে শিক্ষামন্ত্রী হাইমচর মহা বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নব নির্মিত একাডেমিক ভবনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন। পরে উপস্থিত সকলে দেশ ও জাতির মঙ্গল কামানায় দোয়া মোনাজাত করেন।

এই সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন মোল্লা, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

image_pdfimage_print