Home জাতীয় হাওরের বাঁধ পরিদর্শনে যাচ্ছেন এনামুল হক শামীম

হাওরের বাঁধ পরিদর্শনে যাচ্ছেন এনামুল হক শামীম

39
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : সুনামগঞ্জের তিনটি উপজেলায় হাওরের বাঁধ পরিদর্শনে যাচ্ছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে তিনি সুনামগঞ্জ পৌঁছে স্পীড বোটে চড়ে জেলার ধর্মপাশা, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বিভিন্ন হাওরে নির্মিত বাঁধের কাজ পরিদর্শন করবেন।

তার সফরসঙ্গী হিসেবে থাকছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, সিনিয়র সাংবাদিক পীর হাবিবুর রহমান ও উপমন্ত্রীর একান্ত সচিব।

বাঁধ পরিদর্শন শেষে সুনামগঞ্জ ফিরে তারা রাত্রিযাপন করবেন। পরদিন বুধবার সকালে সিলেট ওসমানী বিমানবন্দরের উদ্দেশে সুনামগঞ্জ ত্যাগ করবেন।

image_pdfimage_print