
ঢাকা-০৫ এর ৪ বার নির্বাচিত সংসদ সদস্য এবং প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা ইন্তেকাল করেছেন। তার মধ্য দিয়ে অবসান হল যাত্রাবাড়ী-ডেমরা অঞ্চলে মোল্লা পরিবারের শাসনকালের বিশাল অধ্যায়।যদিও বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনেই আওয়ামী লীগ হাবিবুর রহমান মোল্লা ও কাজী মনিরুল ইসলাম মনু দুইজন কে মনোনয়ন দিয়েছিলেন ঢাকা-০৫ সংসদীয় আসন থেকে,পরবর্তীতে আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা কে চূড়ান্ত ভাবে মনোনীত করা হয়।সেই সূত্রে হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পর যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ এর সভাপতি কাজী মনু কে ঘিরে শুরু হয়েছে ঢাকা-০৫ এর আওয়ামী রাজনীতির নতুন মেরুকরণ। কাজী মনু দীর্ঘদিন বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগ এর সভাপতি ছিলেন এবং একই ওয়ার্ড থেকে টানা ৩ বার নির্বাচিত কাউন্সিলর ছিলেন। মূলত কাজী মনু সততা,ন্যায়পরায়ণ ও যথেষ্ট পরিচ্ছন্ন ইমেজের রাজনৈতিক বলে বেশি প্রশংসিত ও আলোচিত।এসব বিবেচনায়ই বিগত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের বিকল্প নমিনেটেড প্রার্থী হিসেবে কাজী মনু ছিলেন। এছাড়াও এই আসনে উপ-নির্বাচনে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন প্রয়াত সংসদ সদস্যের পুত্র মশিউর রহমান মোল্লা সজল,যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না ও আওয়ামী লীগ নেত্রী নেহেরীন মোস্তফা দিশি,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন।