Home ব্রেকিং ১নং নায়েরগাঁও উঃ বাসীকে ছাত্রলীগ নেতা সানির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।।

১নং নায়েরগাঁও উঃ বাসীকে ছাত্রলীগ নেতা সানির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা।।

33
0
SHARE

 

আশিক সরকার  :দেশবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন মোঃসাফায়েত আলম সানি
ছাত্রনেতা, নায়েরগাঁও উঃ ইউনিয়ন ছাত্রলীগ
,সাধারন সম্পাদক,প্রয়াত ছাত্রনেতা মুরাদ হোসেন শাহিন স্বৃতী পরিষদ, আমার সহ যোদ্ধা দের ঈদের শুভেচ্ছা ।

সানি বলেন, ‘পবিত্র রমজান মাসে এবার একটু ভিন্ন ভাবে পালন হচ্ছে। কেন এভাবে পালিত হচ্ছে তা আপনারা সবাই জানেন। করোনা ভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে এসেছে।

সানি আরও বলেন, ‘পবিত্র রমজান মাসে আপনারা আমার বাবাও মা এবং আমার শ্রদ্ধেয় দাদা ভাই মিজানুর রহমান সেলিম ভাই, আমার ছাত্র রাজনৈতির গুরু মোঃ রিমন মিয়াজী ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন। সকলেই সরকারের বিধি-বিধান মেনে ঈদ উদযাপন করবেন। সকলের দীর্ঘায়ু কামনা করছি, এছাড়া আমি মতলব দক্ষিণ , ১নং নায়েরগাঁও উঃ বাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি।’

image_pdfimage_print