
রাজধানীর পল্টন এলাকা থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ নুরুল হুদা ও মোঃ শাহাদাত হোসেন ।
ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, মঙ্গলবার (২ আগস্ট ২০২২) ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে, কতিপয় মাদক কারবারি পল্টন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সন্ধ্যা ৭:৪৫ টায় পল্টন চায়না টাউন শপিং সেন্টারের সামনে থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল(চট্ট মেট্রো ল-১১-২১৬৪) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা এ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় নিয়ে এসে ঢাকাসহ আশ-পাশ এলাকায় ক্রয়-বিক্রয় করে থাকে।
পল্টন মডেল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।