
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আমাদের আজকের সমাবেশ সর্বকালের সর্বশ্রেষ্ট সমাবেশ। আজ সুশৃঙ্খল, বর্ণাঢ্য, দেখার মতো একটি সভা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে হবে। যেটি বাংলার মানুষকে উপহার দেয়া হবে।
শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেইটের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ শুরুর আগে গণমাধ্যমের কাছে এ কথা বলেন তিনি।
মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিএনপি গত ১৫ বছরে বৃহত্তর কর্মসূচি, দফা-আন্দোলন করছে। কিন্তু এর ফলাফলটা কি? ফলাফল হচ্ছে শুন্য। ঘোড়ার ডিম। আজকেও তারা লাফালাফি করে চলে যাবে। আলটিমেটলি তাদের নির্বাচনে আসতেই হবে। আপনারা দেখবেন, তারা নির্বাচনে আসবেই। এছাড়া আর উপায় নাই। তাহলে তো জামায়াত হয়ে যাবে এটা, মুসলিম লীগ হবে।

বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেইটের সামনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ মঞ্চে নেতাকর্মীরা। ছবি: সদরুল আমিন
তিনি বলেন, তারা (বিএনপি) বলছে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কিন্তু এটার কোন প্রশ্নই উঠে না। কি কারনে তিনি পদত্যাগ করবেন? মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই নির্বাচন হবে। নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ নির্বাচন করবেন।
মায়া আরো বলেন, আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করবো, আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে। এবং নৌকা মার্কার বিজয় ইনশাআল্লাহ আমরা নিয়ে আসবো। আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে, আমরা সেই নির্বাচনে বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ এ শান্তি সমাবেশের আয়োজন করেছে।
আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিলের উপস্থাপনায় অনুষ্ঠান শুরুতে সংগীত পরিবেশন করেন লোকসংগীত শিল্পী লিপি সরকার।

মঞ্চের সামনে দলীয় কর্মীরা। ছবি: সদরুল আমিন
এর আগে নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরইমধ্যে দলের একাধিক কেন্দ্রীয় নেতা সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন কর্মীরা৷
মঞ্চে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ছাড়াও আরো উপস্থিত আছেন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
তার আগে সমাবেশ মঞ্চে আসেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ কয়েকজন নেতা।