Home সারা বাংলা ২৫-৩১ মার্চ পর্যন্ত সারা দেশের শপিংমল ও মার্কেট বন্ধ

২৫-৩১ মার্চ পর্যন্ত সারা দেশের শপিংমল ও মার্কেট বন্ধ

62
0
SHARE

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৫-৩১ মার্চ পর্যন্ত সারা দেশের শপিংমল ও মার্কেট বন্ধ। তবে খোলা থাকবে নিত্যপণ্য ও ওষুধের দোকান।

রোববার (২২ ফেব্রুয়ারি) দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

দেশে নতুন করে আরও ৩ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ।

রোবাবর বিকালে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান আইইডিসিআর এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। তবে এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুরের হবিবুল্লাপুরে দুই আমেরিকা প্রবাসীর আত্মীয় করোনা পজেটিভ শনাক্ত হওয়ায় ওই উপজেলাকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

এরআগে মাদারীপুরের শিবচর লকডাউন করা হয়েছে।

image_pdfimage_print