
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আওতাধীন ৪৬ নং ওয়ার্ড, গেন্ডারিয়া থানা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারি বিকেলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জনাব খন্দকার এনামুল হক এনাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদল, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন।
সভায় সভাপতিত্ব করেন মোঃ দেলোয়ার হোসেন দিলা, আহ্বায়ক, ৪৬ নং ওয়ার্ড, গেন্ডারিয়া থানা যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাহিন আহমেদ কাজী, সদস্য সচিব, ৪৬ নং ওয়ার্ড, গেন্ডারিয়া থানা যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ৪৬ নং ওয়ার্ড গেন্ডারিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পানু, যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রনি, মোঃ হোসেন খান, মোঃ রাসেল, আসলাম মোহনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ৪৬ নং ওয়ার্ড বিএনপি, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মী সভায় অংশগ্রহণ করেন।
সভায় সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।