Home রাজনীতি ৫নং ওয়ার্ড সদস্য পদে মিনহাজ উদ্দিন খানের মনোনয়নপত্র দাখিল

৫নং ওয়ার্ড সদস্য পদে মিনহাজ উদ্দিন খানের মনোনয়নপত্র দাখিল

38
0
SHARE

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৫ নং ওয়ার্ড মতলব উত্তর উপজেলা থেকে সদস্য পদে মিনহাজ উদ্দিন খান মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দানেশ, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান গাজী সেলিম মিয়া, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, আওয়ামী লীগ বোরহান উদ্দিন মিয়া, ছাত্রলীগ নেতা মেহেদী হাসেন কাজল প্রমুখ উপস্থিত ছিলেন।

মিনহাজ উদ্দিন খান বলেন, আমি বিগত দিনে জনগনের সেবায় নিয়োজিত ছিলাম। এবারও জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী হয়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

মিনহাজ উদ্দিন খান চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য। তিনি গত নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

image_pdfimage_print