
পরিক্রমা ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বিএনপির সহিংসতা ও ষড়যন্ত্রমূলক যে কোনো কর্মকাণ্ডকে বাংলাদেশ আওয়ামী লীগ শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে মোকাবেলা করবে। বিএনপি কোনো আন্দোলনের ডাক দিলেই জনগণ আতঙ্কে থাকে। তাই আমরা জনগণের নিরপত্তার লক্ষে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তাদের মোকাবেলা করবো।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির এক দফা আন্দোলন বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগও আন্দোলন করেছিলো। সেই আন্দোলনের ফসল হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বে ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র পেয়েছি এবং উন্নয়ন পাচ্ছি। আর বিএনপি ও তাদের দোসর জামায়াত যখন আন্দোলনের কথা বলে তখন জনগণ কিছুটা হলেও শঙ্কিত বোধ করে। কারণ তাদের পদ্ধতি হচ্ছে অগ্নি সন্ত্রাস, দেশের সম্পদ ধ্বংস করা, মানুষের জানমালের উপর হামলা করা। তবে আমরা (আওয়ামী লীগ) শান্তি প্রতিবাদের মাধ্যমে এবারে বিএনপির সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবো।
এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় সঙ্গীত শেষ করে বেলুন ও পায়ড়া উড়িয়ে সভার উদ্বোধন করেন নেতৃবৃন্দরা।
ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, অ্যাড হোসনে আরা লুৎফা ডালিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও ১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চলনা করেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়।