Home জাতীয় প্রার্থীর এজেন্টদের হয়রানি করা যাবে না : সিইসি

প্রার্থীর এজেন্টদের হয়রানি করা যাবে না : সিইসি


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক: ভোটকেন্দ্রে প্রার্থীদের দেওয়া এজেন্টদের হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

শনিবার বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানিয়েছেন।

একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনের কথা উল্লেখ করে সিইসি বলেন, প্রার্থীর নির্বাচনী এজেন্টদের কোনোরকম হয়রানি করা যাবে না। তাদের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, ভোটের সময় কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর হাতে তা দমন করবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসময় ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে নূরুল হুদা বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচনী পরিবেশ বজায় রয়েছে।

রোববার জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের প্রধান কর্মকর্তার এটা সর্বশেষ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।