Home আন্তর্জাতিক পেঁয়াজের দাম শুনে কৃষকের মৃত্যু!

পেঁয়াজের দাম শুনে কৃষকের মৃত্যু!


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, যা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। এ কারণে পেঁয়াজের দাম কমে গেছে অনেকটাই। এক কৃষক বাজারে গিয়ে জানতে পারেন পেঁয়াজের দাম কেজি প্রতি ৩ দশমিক ৭২ রুপি (পৌনে ৫ টাকা)। এ কথা শোনার সাথে সাথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

জানা গেছে, ভারতের মধ্যপ্রদেশের ওই কৃষকের নাম বেহরুলাল মালব্য। তিনি ২৭ কুইন্টাল পেঁয়াজ বিক্রি করতে স্থানীয় মন্দসৌর মান্ডি বাজারে যান। বিক্রির পর জানতে পারেন প্রতি কেজি পেঁয়াজের দাম ধরা হয়েছে মাত্র পৌনে ৫ টাকা। এই হিসেবে ২৭ কুইন্টাল পেঁয়াজ বিক্রি করে দাম পান মাত্র সাড়ে ১২ হাজার টাকা। এই সস্তা দামে বিক্রি করার বিষয়টি মেনে নিতে পারেননি ওই কৃষক।

বাজারের মধ্যেই বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয় তার, হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।