Home আন্তর্জাতিক মোদির প্রতি বিদ্রুপাত্মক আচরণে ট্রাম্প!

মোদির প্রতি বিদ্রুপাত্মক আচরণে ট্রাম্প!


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের হিন্দুত্ববাদী প্রবাসী সংগঠনগুলো উচ্ছ্বসিত হয়েছিল। উল্লাস প্রকাশ করেছিলেন রাম মাধবের মতো আরএসএস থেকে আসা বিজেপি নেতারাও। তাদের ধারণা ছিল, নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের রসায়ন বেশ জমে উঠবে।

কিন্তু মোদি সরকারের মেয়াদের শেষ প্রান্তে এসে দেখা যাচ্ছে, ক্ষমতায় বসার পর থেকে তাচ্ছিল্য এবং বিদ্রুপই প্রধান অস্ত্র থেকেছে ট্রাম্পের মোদি-নীতির।

সূত্রের খবর, চলতি বছরের ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন মোদি। সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট’র গ্রীষ্মাবাস ক্যাম্প ডেভিড-এ যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন মোদি। সেই ইচ্ছাও পূরণ করার কোন আগ্রহ দেখায়নি ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়। গত দু’বছরে একাধিক বার মোদি সম্পর্কে বিদ্রুপাত্মক আচরণ করতে দেখা গিয়েছে ট্রাম্পকে। সূত্র: আনন্দবাজার।