Home আন্তর্জাতিক রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কেনায় তুরস্কের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কেনায় তুরস্কের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :  যুক্তরাষ্ট্রের তৈরি প্যাটিট্রিয়ট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের জন্য ৩.৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছিল তুরস্ক। কিন্তু ‘যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন যুক্তরাষ্ট্র তা বিক্রি না করায় তুরস্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৪০০ ক্রয় করতে রাশিয়ার সঙ্গে আরেকটি চুক্তি করে। আর এতে ক্ষেপেছে যুক্তরাষ্ট্র। তারা হুমকি দিয়েছে রাশিয়ার সঙ্গে চুক্তি বাতিল না করলে তারা প্যাটিট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রি করবে না।

শুধু তাই নয় প্রতিশোধ হিসেবে তুরস্ককে ১০০টি এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করতে দেরি করছে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তুরস্কের কাচে ৮০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও ৬০টি অন্যান্য ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন দিয়েছিল। এর মধ্যে লঞ্চিং স্টেশন, রাডার ও অন্যান্য সরঞ্জামও ছিল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র জানায়, রাশিয়ার সঙ্গে এস-৪০০ চুক্তিটি বাতিল না করতে হবে।

তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, রাশিয়ার সঙ্গে চুক্তি হয়ে গেছে। নিজের দেশের প্রতিরক্ষার জন্য অস্ত্র কিনতে অন্য দেশের অনুমতির প্রয়োজন নেই তার। সূত্র: আরটি