Home ব্রেকিং বাল্যবিয়ে করতে এসে বর শ্রী ঘরে ইউপি সদস্যের ৫ হাজার টাকা জরিমানা

বাল্যবিয়ে করতে এসে বর শ্রী ঘরে ইউপি সদস্যের ৫ হাজার টাকা জরিমানা


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :নওগাঁর মহাদেবপুরে বাল্যবিয়ের পর বাসরঘরে না গিয়ে বরকে যেতে হলো শ্রী ঘরে। ঘটনাটি ঘটেছে উপজেলার খাজুর গ্রামে। বাল্যবিবাহের অপরাধে বরকে ছয় মাসের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সাথে এ বাল্যবিবাহে সহযোগিতা করার অপরাধে এক ইউপি সদস্যের ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৪ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোবারক হোসেন পারভেজ এ রায় প্রদান করেন।

জানা গেছে, এদিন জেলার বদলগাছীর উপজেলার কদমগাছি গ্রামের মো. বাচ্চু হোসেনের ছেলে মো. অন্তর হোসেনের সাথে মহদেবপুর উপজেলার খাজুর গ্রামের এনামুল হকের কন্যা ও খাজুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সীমা খাতুনের বিয়ের আয়োজন করা হয়। সোমবার দুপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর থানা পুলিশ ওই বিয়ে বাড়ীতে গিয়ে বাল্য বিবাহের ঘটনায় বর অন্তর হোসেন ও কনে সুমি খাতুন এবং এ বিয়েতে সহযোগিতাকারী হাতুড় ইউনিয়নের সদস্যা তাসলিমা খাতুনকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ওই সময় ভ্রাম্যমান আদালত বর অন্তর হোসেনের ৬ মাসের কারদ- দিয়ে কারাগারে পাঠায় এবং সহযোগিতাকারী ইউপি সদস্যা তাসলিমা খাতুনের ৫ হাজার টাকা জরিমানা করেন। বাল্য বিবাহের শিকাড় কনে সিমা খাতুনের মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।