Home ব্রেকিং ফতুল্লায় গ্যাস সিলিন্ডারের আগুনে তিন সন্তানসহ মা দগ্ধ

ফতুল্লায় গ্যাস সিলিন্ডারের আগুনে তিন সন্তানসহ মা দগ্ধ


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে অগ্নিকাণ্ডে মা ও তার তিন শিশুসন্তান দগ্ধ হয়েছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাতে নয়টার দিকে ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার এই দুর্ঘটনা ঘটে।

আসলাম হোসেন জানান, অগ্নিদগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, আব্দুর রহিমের স্ত্রী ফাতেমা বেগম এলপি গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে, ম্যাচের কাঠি জ্বালাতেই এলপি গ্যাসের লিকেজ থেকে পুরো ঘরে আগুন ধরে যায়।

অগ্নিদগ্ধদে আহতরা হলেন- মা ফাতেমা বেগম (৩৫) এবং তার তিন সন্তান সাফওয়ান (৫), ফারিয়া (৯) ও রাফি (১১)।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ফতুল্লায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।