Home জাতীয় সিঙ্গাপুরে নেওয়ার মতো অবস্থা নেই ফেনীর সেই অগ্নিদ্বগ্ধ নুসরাতের

সিঙ্গাপুরে নেওয়ার মতো অবস্থা নেই ফেনীর সেই অগ্নিদ্বগ্ধ নুসরাতের


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  ফেনীতে পরীক্ষা কেন্দ্রে আগুনে ঝলসে দেওয়া মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় এই মুহূর্তে সিঙ্গাপুরের নেওয়ার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার সকালে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

গত শনিবার সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে মাদ্রাসার প্রশাসনিক ভবনের ছাদে আগুন ধরিয়ে দেয় বোরকা পরা চারজন দুর্বৃত্ত। এতে তার শরীরের ৭৫ শতাংশ ঝলসে যায়। প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাকে।

রবিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নুসরাতকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে সোমবার তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।