Home আন্তর্জাতিক পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় ঘোষণা

পাকিস্তানের আদালতে প্রথম উর্দুতে রায় ঘোষণা


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : পাকিস্তানে শনিবার প্রথমবারের মতো উর্দু ভাষায় আদালতের রায় ঘোষণা করা হয়েছে। লাহোরের হাই কোর্ট তার ১৫০ বছরের ইতিহাসে এই প্রথম উর্দুতে কোনো রায় প্রকাশ করলো। ব্রিটিশ শাসনামল থেকেই পাকিস্তানের আদালতগুলো সব সময় ইংরেজিতে রায় ঘোষণা করে আসছিল।

উর্দু ভাষায় লিখিত এই রায়ে বলা হয়েছে, পাকিস্তানের বিভিন্ন স্থানে পবিত্র কুরআনের কিছু কপি ছড়িয়ে পড়েছে যেগুলোর শুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। এসব কপি অবিলম্বে বাজেয়াপ্ত করতে হবে এবং কুরআন প্রকাশের প্রক্রিয়ায় কড়া নজরদারি নিশ্চিত করতে হবে। খবর পার্স টুডের।

পাকিস্তানের সাধারণ জনগণ ও গণমাধ্যমে উর্দুতে রায় ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

গতবছর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর ইমরান খান ঘোষণা করেছিলেন, তিনি দেশটির জাতীয় ভাষা ও সংস্কৃতি রক্ষায় জোরালো ভূমিকা পালন করবেন।