Home জাতীয় আসেম ও আইসেসকো সম্মেলনে যোগ দিতে জেদ্দা ও রোমানিয়া যাচ্ছেন শিক্ষামন্ত্রী

আসেম ও আইসেসকো সম্মেলনে যোগ দিতে জেদ্দা ও রোমানিয়া যাচ্ছেন শিক্ষামন্ত্রী


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : আগামী ৯-১০ মে ২০১৯ তারিখে সৌদী আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য আইসেসকো’র (ইসলামিক এডুকেশনাল সাইন্টিফিক এন্ড কালচারাল অরগানাইজেশন) বিশেষ অধিবেশনে  যোগদানের জন্য আজ সন্ধ্যা ৭.৩০ এ বাংলাদেশ বিমানের বিজি ৩৫ ফ্লাইট যোগে  জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম. পি.। এ সম্মেলনে আইসেসকো’র নতুন মহাপরিচালক দায়িত্ব গ্রহণ করবেন। নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিবেন ড. সেলিম আল মালিক।

সম্মেলন শেষে মন্ত্রী পবিত্র ওমরা পালন করবেন। ওমরা পালন শেষে তিনি আগামী ১৫-১৬ মে ২০১৯ তারিখে  রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অনুষ্ঠিতব্য ৭ম আসেম (ASEM)  এডুকেশন মিনিস্টার্স  আসেমএমইসেভেন সম্মেলনে অংশগ্রহন করবেন। আসেমএমইসেভেন এর প্রতিপাদ্য-

“Connecting education: inclusion, mobility and excellence in support of the Sustainable Development Goals”

সম্মেলনে এসডিজি ৪ বাস্তবায়নে আসেম সদস্য ভুক্ত দেশ সমুহের সম্মিলিত প্রচেষ্টা জোরদার করার বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে শিক্ষা ক্ষেত্রে এশিয়া ও ইউরোপের মধ্যে সহযোগীতা শক্তিশালী করার বিষয়ে একটি বুখারেষ্ট  ভিকারেশন ঘোষণা করা হবে। মন্ত্রী আগামী ১৮ ইং মে ২০১৯ তারিখে দেশে ফিরার কথা রয়েছে।