Home ক্যাম্পাস খবর ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ ও বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক গ্লোবাল...

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট অধ্যক্ষ ও বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক গ্লোবাল ইনক্লোশন


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  সামিতে অংশ গ্রহণের জন্য সাউথ আফ্রিকা গমণ  ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ কে এম হাসান রিপন ১৯ এবং
২০ জুন অনুষ্ঠিতব্য গ্লোবাল ইনক্লোশন সামিতে অংশ গ্রহণের জন্য সাউথ
আফ্রিকার জোহানেসবার্গে গমণ করেছেন। ২ দিন ব্যাপী এই সামিতে
বাংলাদেশর প্রতিনিধিত্ব করবে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ
কে এম হাসান রিপন। ১৯ জুন গ্লোবাল ইনক্লোশন এর একটি প্যানেল
ডিসকাশনে তিনি প্যানেলিস্ট হিসেবে উপস্থিত থাকবেন এবং ২০ জুন
ফাইন্যান্সিয়াল ইনক্লোশন সম্পর্কিত একটি ওয়ার্কশপে ফ্যাসেলিটিটর হিসেব
উপস্থিত থেকে ওয়ার্কশপটি পরিচালনা করবেন। বাংলাদেশের শিশু-কিশোর এবং যুব
সমাজকে অর্থনৈতিক জ্ঞাণ, অর্থনৈতিক ধারণা, আর্থ ব্যবস্থাপনা এবং
উদ্যোক্তা উন্নয়নে কিভাবে সম্পৃক্ত করা যায় যাতে বাংলাদেশে সরকার কর্তৃক
গৃহীত ২০২১ সালের মধ্যে ৩ কোটি কর্মসংস্থান সৃষ্টির যে পরিকল্পনা গ্রহণ
করা হয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়নে এই ফাইন্যান্সিয়াল ইনক্লোশন সামিতে
ড্যাফোডিল ফ্যামিলি এবং ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট বিশেষ
অবদান রাখবে। ২৩ জুন সফর শেষে তিনি ঢাকায় ফিরবেন। ড্যাফোডিল
পলিটেকনিক ইন্সটিটিউট ২০০৩ সাল থেকে যুব এবং কিশোরদের জীবনমান
উন্নয়নে, দক্ষতা উন্নয়নে এবং উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন ধরণের কার্যক্রম
পরিচালনা করে আসছে, ফলে স্বীকৃতিস্বরূপ জাতীয় এবং আন্তর্জাতিক
বিভিন্ন স্বীকৃতিও ইতিমধ্যে ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট অর্জন
করেছে।