Home ক্যাম্পাস খবর গেস্টরুমে ভালো কিছু শেখানো হয়, নির্যাতন হয় না ছাত্রলীগ

গেস্টরুমে ভালো কিছু শেখানো হয়, নির্যাতন হয় না ছাত্রলীগ


গেস্টরুমে ভালো কিছু শেখানো হয় উল্লেখ করে ছাত্রলীগ দাবি করেছে, এখানে কোন নির্যাতন করা হয় না।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মর্মান্তিক হত্যাকাণ্ডে গৃহীত ব্যবস্থার পর্যালোচনা এবং হত্যাকারীদের দ্রুত সময়ে শাস্তির দাবিতে সংবাদ সম্মেলনে তারা এ দাবি করেন।

গেস্টরুম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, গেস্টরুম ভালো সংস্কৃতি। এখানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অনেক নিয়মকানুন শেখানো হয়। ছাত্রলীগ এটাকে পজিটিভ হিসেবেই দেখছে। গেস্টরুমে নেগেটিভ কিছু অত্যন্ত কম হয়।

প্রসঙ্গত, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গেস্টরুম কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের নির্যাতন ও দলীয় কর্মসূচিতে অংশগ্রহণে বাধ্য করার অভিযোগ রয়েছে। সম্প্রতি বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীসহ বিভিন্ন ছাত্র সংগঠন তাদের কর্মসূচিতে এই গেস্টরুম কালচারের অবসানের দাবি জানিয়েছে।

ছাত্রলীগ কোনো অন্যায় অপকর্মের প্রশ্রয় ও উৎসাহ দেয় না, দেবে না উল্লেখ করে লিখিত বক্তব্যে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, আবরার হত্যায় জড়িত ব্যক্তিদের প্রশ্রয় দেওয়া হয়নি। সাংগঠনিকভাবে তাদের ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে, যা আগে কখনো দেখা যায়নি। যাদের গ্রেপ্তার করা হয়েছে, এর বাইরে আর কারও সংশ্লিষ্টতা থাকলে তাদেরও যেন খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হয়। এ ক্ষেত্রে ছাত্রলীগ সর্বোচ্চ সহযোগিতা করবে।

উল্লেখ্য, রোববার রাত ২টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের সিঁড়ি থেকে ফাহাদের লাশ উদ্ধার