Home ব্রেকিং মতলবের নাউরী আদর্শ ডিগ্রী কলেজ এমপিও ভূক্ত হওয়ায় মিলাদ, আলোচনা সভা ও...

মতলবের নাউরী আদর্শ ডিগ্রী কলেজ এমপিও ভূক্ত হওয়ায় মিলাদ, আলোচনা সভা ও আনন্দ রেলী অনুষ্ঠিত


শামসুজ্জামান ডলার:  মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ ডিগ্রী কলেজ এমপিও ভূক্ত করায় মিলাদ, আলোচনাসভা ও রেলী অনুষ্ঠিত হয়।
নাউরী আদর্শ ডিগ্রী কলেজ গভর্নিং বডি,কর্ম কর্তা-কর্মচারী, অভিভাবক বৃন্দ ও এলাকাবাসীর পক্ষে মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি ও চাঁদপুর-২ আসনের সংসদ আলহাজ্ব এ্যাড,নুরুল আমিন রুহুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজ সেবক সরকার মোঃ আলাউদ্দিনের উপস্থাপনায় বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাউরী আদর্শ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও চাঁদপুর- ২ আসনের সংসদ আলহাজ্ব এ্যাড, নুরুল আমিন রুহুল এমপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সহ-সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মনোয়ারুল ইসলাম, হাইকোর্টের বিশিষ্ট আইনজীবি এ্যাড জেসমিন সুলতানা,  সাবেক ব্যাংকার একেএম গোলাম জিলানী,  বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা একেএম বিল্লাল হোসেন,(অবঃ) প্রাপ্ত ব্যাংকার মামুনুর রশিদ, শাহবাগ থানা আঃলীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, চরকালীয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গাজী মুক্তার হোসেন,সমাজ সেবক এসএম শাহাবউদ্দিন, উপজেলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক শাজান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির,সমাজ সেবক একেএম গোলাম হোসেন, নাউরী আদর্শ ডিগ্রী কলেজের প্রফেসর মেহেদী হাসান,নাউরী সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রঃ শিক্ষক আবুল খায়ের বাহাউদ্দিন, একলাশপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুছাদ্দেক হোসেন মুরাদ, মুন্সিআজিমউদ্দিন কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব ডিগ্রী কলেজের ইংরেজী শিক্ষক সাংবাদিক জাকির হোসেন, মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, মোজাদ্দেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ হাকিম, মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহম্মদ, একলাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রঃশিঃ মিজানুররহমান,নাউরী আহম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রঃ শিঃ একেএম তাজুল ইসলাম, পাচাঁনী উচ্চ বিদ্যালয়ের প্রঃ শিঃ কামরুজ্জামান, নাওভাঙ্গা-জয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রঃশিঃ খাঁন মোঃ শাহআলম, ওটাচর উচ্চ বিদ্যালয়ের প্রঃ শিঃ মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

আলোচনা শেষে শুকরানা মিলাদ, দোয়া ও আনন্দ রেলী অনুষ্টিত হয়।অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও.জয়নাল আবদীন।