Home খেলাধূলা বাংলাদেশকে অগ্নিপরীক্ষায় ফেলে ভারতের ইনিংস ঘোষণা

বাংলাদেশকে অগ্নিপরীক্ষায় ফেলে ভারতের ইনিংস ঘোষণা


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করে শেষ পর্যন্ত ৩৪৭ রানের ইনিংস ঘোষণা করল ভারত অধিনায়ক। ২৪১ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করল কোহলিরা।

লাঞ্চ থেকে ফিরেই দেখা যায় অন্যরকম বাংলাদেশকে। এই সেশনে ভারত করতে পেরেছে ৫৮ রান, হারিয়েছে পাঁচ উইকেট। ইনিংস ব্যবধানে হার এড়াতে হলে ভারতের পেসারদের সামনে অগ্নিপরীক্ষা দিতে হবে মুমিনুল-মুশফিকদের।

কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ঐতিহাসিক দিবা-রাত্রিরে টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করে ভারতীয় পেসারদের গুতির তাণ্ডবের শিকার হয়ে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ দল।

জবাবে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলির সেঞ্চুরি আর আজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পুজারার জোড়া ফিফটিতে ভর করে ৯ উইকেটে ৩৪৭ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিক ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১৩৬ রান করেন কোহলি। তার ৮৪তম টেস্টের ১৪১ ইনিংসে ২৭তম সেঞ্চুরি এটি।

এর আগে ওয়ানডে ক্রিকেটে ২৩৯ ম্যাচে ৪৩টি সেঞ্চুরি করেন ভারতীয় এ অধিনায়ক। সবমিলে কোহলির সেঞ্চুরি হলো ৭০টি। কিংবদন্তি শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরি স্পর্শ করতে আরও ৩০টি সেঞ্চুরি করতে হবে বর্তমান সময়ের অন্যতম সেরা অধিনায়ক কোহিলকে।

ইডেন টেস্টের প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটিংয়ে ধ্স নামান বাংলাদেশ দলের তিন পেসার আল আমিন, ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহী।