Home ক্যাম্পাস খবর Advanced Networking on CCNA Routing and Switching for HI- Tech Management’

Advanced Networking on CCNA Routing and Switching for HI- Tech Management’


বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক :গত ১২ ডিসেম্বর ২০১৯ ইং তারিখ দিনব্যাপী প্রাইম ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং পিপলএনটিচ এর যৌথ উদ্যেগে “‘অফাধহপবফ ঘবঃড়িৎশরহম ড়হ ঈঈঘঅ জড়ঁঃরহম ধহফ ঝরিঃপযরহম ভড়ৎ ঐও- ঞবপয গধহধমবসবহঃ” শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপের প্রধান বক্তা ছিলেন রানা শাহা, সহকারী ব্যবস্থাপক, বিজনেস ডেভলপমেন্ট, পিপলএনটিচ। ওয়ার্কশপে প্রধান অতিথির আসন অলংকৃত করেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. আবু সালেহ আবদুন নুর।

ওয়ার্কশপে সভাপতিত্ব করেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান এবং সহযোগী অধ্যাপক মো: আবু জামান।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডীন, প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার, এম এ জব্বার, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ছাত্র-ছাত্রী উক্ত ওয়ার্কশপে উপস্থিত ছিলেন।