Home খেলাধূলা উত্তাল ভারত, শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন ইরফান

উত্তাল ভারত, শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন ইরফান


বিশ্ববিদ্যালয় পরিক্রমা প্রতিবেদক : ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজধানীর আন্দোলন ক্রমশই দেশব্যাপী ছড়িয়ে পড়ছে। প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছে বিভিন্ন স্থানের শিক্ষার্থীরা। এদিকে, শিক্ষার্থীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের অলরাউন্ডার ইরফান পাঠান।

দক্ষিণ দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া (জেএমআই) বিশ্ববিদ্যালয় ও উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (এএমইউ) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তিনি।

এক টুইটবার্তায় ইরফান জানিয়েছেন, ‘রাজনৈতিক দোষারোপের খেলা চিরদিন চলবে। কিন্তু জামিয়া মিল্লিয়ার শিক্ষার্থীদের নিয়ে আমি ও আমার দেশ উদ্বিগ্ন।’
এদিকে, ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এবার বিক্ষোভ শুরু হয়েছে উত্তর প্রদেশের লক্ষ্ণৌর নাদওয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে আটকে রেখে মূল ফটক বন্ধ করে দিয়েছে পুলিশ।