Home ব্রেকিং পিইসি-জেএসসি’র ফল কাল

পিইসি-জেএসসি’র ফল কাল


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : চলতি বছরের প্রাথমিক সমাপনী (পিইসি)ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করা হবে।

ওইদিন সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার ফলাফল হস্তান্তর করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওইদিনই বই উৎসবেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. বদরুল হাসান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

এ বছর প্রায় ৫৫ লাখ শিক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ি এবং জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ শিক্ষার্থী ও জেএসসি-জেডিসিতে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

গেল ২ নভেম্বর থেকে দেশের বাইরে ৯টিসহ দেশের ২ হাজার ৯০৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। জেএসসিতে ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দেয় শিক্ষার্থীরা, আর জেডিসিতে পরীক্ষা হয় ১০টি বিষয়ে। আর পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা শুরু হয় ১৭ নভেম্বর।