Home জাতীয় সারাদেশে দিনের তাপমাত্রা কমবে, ঢাকায় বাড়বে

সারাদেশে দিনের তাপমাত্রা কমবে, ঢাকায় বাড়বে


গত কয়েকদিনের মতো নতুন বছরের প্রথম দিনেও রাজধানীর আকাশে সূর্যের দেখা মিলেছে। উত্তাপও বেশ। আবহাওয়া অধিদফতর বলছে, বছরের প্রথম দিনে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১ জানুয়ারি) আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়লেও উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারি, পঞ্চগড়, কুষ্টিয়া ও যশোর অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়।

সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া আগামী দুইদিন দেশের কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।