Home জাতীয় উত্তরাঞ্চলসহ দেশের যেসব ১৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

উত্তরাঞ্চলসহ দেশের যেসব ১৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  উত্তরাঞ্চলসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধ ও নীলফামারীতে মৃদু শৈত্যপ্রবাহের সাথে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে এসব এলাকায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

এছাড়া রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে কয়েক দিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ বইছে। কোথাও কোথাও খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা কারছে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। এসব জেলার হাসপাতালগুলোতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগীর সংখ্যা। তাদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ।

খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও যশোরেও মৃদু শৈত্যপ্রবাহ চলছে। শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হতে হয় নিম্ন আয়ের মানুষের।

আবহাওয়া অফিস বলছেন, দিনের বেশিরভাগ সময়ই ঢেকে থাকছে সূর্য। তবে শৈত্য প্রবাহ আরো কয়েকদিন থাকবে।

অন্যদিকে ঘন কুয়াশার কারণে পদ্মা ও মেঘনায় নৌযান চলাচল ব্যহত হচ্ছে। শিমুলিয়া-কাওড়াকান্দি ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানবাহনের সৃষ্টি হয় দীর্ঘজট। একই অবস্থা শরীয়তপুর-চাঁদপুর রুটেও।