Home জাতীয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মোট ১০ মুসল্লির মৃত্যু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মোট ১০ মুসল্লির মৃত্যু


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  টঙ্গীর বিশ্ব ইজতেমায় এসে গতকাল শনিবার দিবাগত রাতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে এসে এ পর্যন্ত ১০ জন মুসল্লির মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্যে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে, বার্ধক্যজনিত কারণে ও দুর্ঘটনায় তারা মারা যান।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মনজুর রহমান জানান, ইজতেমায় যোগ দেয়া আরও দুই মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার দিবাগত রাতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার চাঁদপাড়া দূর্গাদাহ গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. শাহ আলম (৬৫) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার খাদিমপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে ফজলুল হক (৬৮)।

এছাড়া শনিবার বেলা ১১টার দিকে নোয়াখালি জেলার হাতিয়া থানার পূর্ব আজিমনগর গ্রামের মো. মফিজুল হকের ছেলে মো. মনির হোসেন (৪৮) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এর আগে শুক্রবার দিবাগত রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার উসমানপুর এলাকার হাজী জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবীর (৬৫), ঝিনাইদহ সদর থানার কালাহাট গোপালপুর গ্রামের আ ফ ম জহুরুল আলম (৬২), ঢাকার উত্তরা পশ্চিম থানার নলভোগ ফজলু মিয়ার ছেলে ইলিয়াস মিয়া (৮৫), গাইবান্ধা জেলার সাঘাটা থানার কামালের পাড়া গ্রামের ভিক্ষু হাজীর ছেলে আব্দুস ছোবহান (৬৫)।

এর আগে বার্ধক্যজনিত রোগে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার চানপুর এলাকার কাজী আলাউদ্দিন, কাভার্ডভ্যানের চাপায় নরসিংদির বেলাবো উপজেলার সুরুজ মিয়া, ট্রেনের ধাক্কায় গাইবান্দার ফুলছড়ি উপজেলার গোলজার হোসেন নামে আরো তিনজনের মৃত্যু হয়।