Home জাতীয় মুজিববর্ষ পালনে ভারত থেকে ৭ টন বাজি আমদানি

মুজিববর্ষ পালনে ভারত থেকে ৭ টন বাজি আমদানি


বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  সরকারিভাবে মুজিববর্ষ পালনে ভারত থেকে প্রায় ৭ টন বিভিন্ন ধরনের বাজি আমদানি করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বাজি বহনকারী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। রোববার (১৫ মার্চ) সকালে ভারতীয় ট্রাক থেকে বাজিগুলো খালাশের পর বাংলাদেশি দুটি ট্রাক বাজিগুলো নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে বাজি বোঝাই দু’টি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

ভারত থেকে আনা বাজিগুলো ছাড় করেন সিঅ্যান্ডএফ এজেন্ট সারতি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী মতিয়ার রহমান জানান, সরকারিভাবে মুজিববর্ষ পালনে এসব বাজি ভারত থেকে আমদানি করা হয়েছে। বাজির আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার এশিয়াটিক ইভেন্ট মার্কিটিং লিমিটেড। ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠান সনি ফায়ার ওয়ার্কস প্রাইভেট লিমিটেড।