Home জাতীয় লকডাউনের পঞ্চম দিনে সড়কে চলাচল বেড়েছে

লকডাউনের পঞ্চম দিনে সড়কে চলাচল বেড়েছে

Bangladesh army and police personnel stand at a road junction checkpoint in Dhaka on July 1, 2021, during a strict Covid-19 Coronavirus lockdown, with the army and police ordered to stop people leaving their homes except for emergencies or to buy essentials. (Photo by Munir Uz zaman / AFP)

সাত দিনের কঠোর লকডাউনের পঞ্চম দিন সড়কে মানুষের উপস্থিতি আরও বেড়েছে। তৎপরতাও বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কগুলোতে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। মোড়ে মোড়ে তাদের মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহলও বেড়েছে কিছুটা।

অনেকেই গন্তব্যে যাচ্ছেন রিকশায়। প্রতিষ্ঠানের গাড়িতে যাচ্ছেন কেউ কেউ। চলছে মোটরসাইকেল ও অতি জরুরি পণ্যের গাড়ি। কয়েকটি গলি ঘুরে প্রধান সড়কের চেয়ে গলিতে গলিতে মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। কেউ এসেছেন নিত্যপণ্য কিনতে, কেউ এসেছেন কাচা বাজারের জন্য। তবে আগের চেয়ে মাস্ক পরার প্রবণতা বেশি রয়েছে।

নগরীর শাহবাগ, ফার্মগেট ও মগবাজার এলাকা ঘুরে গতদিনের চেয়ে আগের দিনের চেয়ে সড়কে বেশি মানুষের উপস্থিতি দেখা গেছে। সপ্তাহে ব্যাংক খোলার প্রথমদিন ব্যাংকেও কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

গত কয়েকদিনের চেয়ে সোমবার পুলিশ সদস্যরা গলিতে গলিতে বেশি তৎপরতা দেখাচ্ছেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করার চেষ্টা করছেন তারা। দোকানপাটও নির্দিষ্ট সময়ের পর বন্ধ করে দেয়া হচ্ছে।