Home জাতীয় রাজশাহীতে করোনায় একদিনে তিন ভাইয়ের মৃত্যু

রাজশাহীতে করোনায় একদিনে তিন ভাইয়ের মৃত্যু


প্রথমে করোনা আক্রান্ত হয়েছিলেন মেঝোভাই। তাকে সেবা দিতে গিয়ে আক্রান্ত হন ছোটভাইও। অবস্থার অবনতি হলে দুজনকেই হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেঝোভাই শরিফুল ইসলাম ওরফে পচু (৬৫)। ভাইয়ের মৃত্যুর খবর শুনে সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বড়ভাই বাবলু ইসলাম (৭০)। জুমার নামাজের পর শহরের ভবানীগঞ্জের কবরস্থানে দুই ভাইয়ের দাফন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চলে যান ছোটভাই জাহাঙ্গীর আলমও। রামেক হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

একদিনে তিনভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, নাটোর শহরের ইসলামিয়া হোটেলের (পচুর হোটেল) স্বত্বাধিকারী শরিফুল ইসলাম ওরফে পচু গত ৪ জুলাই করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাকে সেবা দিতে গিয়ে হাসপাতালে থাকা ছোট ভাই জাহাঙ্গীর আলমও করোনা আক্রান্ত হন গত বুধবার। তাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়। তাকে আইসিইউতে নেয়া হয়। অবস্থার অবনতি হলে শরিফুল ইসলামকেও আইসিইউতে নেয়া হয়। শুক্রবার ভোরে মেজো ভাই শরিফুল ইসলাম মারা যান। অপরদিকে ভাইয়ের মৃত্যুর খবর শোনার পর সকালে বড় ভাই বাবলু হার্ট অ্যাটাকে মারা যান। জুমার নামাজের পর শহরের ভবানীগঞ্জের কবরস্থানে দুই ভাইয়ের দাফন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামেক হাসপাতালের আইসিইউতে থাকা ছোট ভাই জাহাঙ্গীর আলমেরও মৃত্যু হয়।