Home ব্রেকিং চাঁদপুরের বর্ষীয়ান আ.লীগ নেতা চুন্নু সরকারের মৃত্যুতে সুজিত রায় নন্দীর শোক

চাঁদপুরের বর্ষীয়ান আ.লীগ নেতা চুন্নু সরকারের মৃত্যুতে সুজিত রায় নন্দীর শোক


নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, হাইমচর উপজেলার ২ বারের চেয়ারম্যান ও হাইমচর ইউনিয়ন পরিষদের সাবেক ৩ বারের জনপ্রিয় চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব কায়কোবাদ চুন্নু মিয়া সরকার (৭৫) মারা গেছেন।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা কায়কোবাদ চুন্নু মিয়া সরকারের এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।

তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সুজিত রায় নন্দী বলেন, বর্ষীয়ান নেতা প্রয়াত চুন্নু সরকার ছিলেন দলের একজন নিবেদিত প্রাণ। তার মতো বর্ষীয়ান এই নেতার মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার চরম ভাবে মর্মাহত।
দলের জন্য তাঁর মত ত্যাগী এই নেতার বড়ই প্রয়োজন। তাঁর ঘাটতি কখনো পুরন হবার মত না।

তিনি আরো বলেন,দলের দুঃসময়ে তিনি সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি ছিলেন জনপ্রিয় জনপ্রতিনিধি। হাইমচরের মানুষ কর্মের মধ্যদিয়ে চুন্নু সরকারকে আজীবন মনে রাখবেন।

মৃত্যুর বিষয়টি বিডি সমাচার কে নিশ্চিত করে কায়কোবাদ চুন্নু সরকারের বড় ছেলে ব্যারিস্টার হামিদুল মেজবাহ রাসেল সরকার জানান, সোমবার সকাল ১০ টায় হাইমচরে তার বাবার জানাজা শেষে দাফন কাফন সম্পন্ন হবে।

কায়কোবাদ চুন্নু সরকারের মৃত্যুতে চাঁদপুর ও হাইমচর রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।