Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি: আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি: আজকের শেয়ারবাজার

-প্রতিকী ছবি

পরিক্রমা ডেস্ক : আজ ( ২৪.১০.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩১৫টি কোম্পানীর ৪ কোটি ৫৩ লক্ষ ৫৩ হাজার ১২৬ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৩৪ কোটি ৭৬ লক্ষ ৭৩ হাজার ৩৫৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৩৬.৩৬ পয়েন্ট কমে ৬৩০৭.৯৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৬.৮৯ পয়েন্ট কমে ২২৪৫.৩৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.২৭ পয়েন্ট কমে ১৩৮৪.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানীর মধ্যে দাম বেড়েছে ১৮টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানী হলো:- বেঙ্মিকো লিঃ, অরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, এডিএন টেলিকম, আনোয়ার গ্যালভানাইজিং, সী পার্ল, জেএমআই হসপিটাল, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল, জেমীনি সী ফুড ও ওরিয়ন ইনফিউশন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- নাভানা ফার্মা, বিবিএস,এডিএন টেলিকম, ওরিয়ন ইনফিউশন, ইন্দো-বাংলা ফার্মা, ইসলামি ইন্সুঃ, ইন্টাঃ লিজিং, সী পার্ল, ক্রিস্টাল ইন্সুঃ ও তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল, তমিজউদ্দিন টেক্সটাইল, আরামিট লি:, সানলাইফ ইন্সুঃ, জুট স্পিনার্স, জেএমআই হসপিটাল, কোহিনুর কেমিকেল, মালেক স্পিনিং, জেমীনি সী ফুড ও কেডিএস এক্সেসরিজ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৫৮৪৯৪৪৯০৪১৪.০০