Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার


পরিক্রমা ডেস্ক : আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৫টি কোম্পানীর ৯ কোটি ১১ লক্ষ ৮৪ হাজার ৮২৮ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৬২৩ কোটি ৫০ লক্ষ ৫৩ হাজার ৫৩৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ২০.২৪ পয়েন্ট বেড়ে ৬৩২৮.২০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.৬৩ পয়েন্ট কমে ২২৪৩.৭৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫.৮৪ পয়েন্ট কমে ১৩৯০.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানীর মধ্যে দাম বেড়েছে ৮৬টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানী হলো:- বেক্সিমকো লিঃ, আনোয়ার গ্যালভানাইজিং, অরিয়ন ফার্মা, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, ইস্টার্ন হাউজিং, এডিএন টেলিকম, সী পার্ল, ওরিয়ন ইনফিউশন, আমরা টেকনোলজি ও সোনালি পেপার।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- তমিজউদ্দিন টেক্সটাইল, এডিএন টেলিকম, বিডি বম, বসুন্ধরা পেপার, নাভানা ফার্মা, ই জেনারেশন, ইয়াকিন পলিমার সমরিতা হাসপাতাল, রংপুর ফাউন্ড্রি ও মনোস্পুল পেপার।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- এপেক্স ফুটওয়্যার, নাভানা সিএনজি, ইন্টারন্যাশনাল লিজিং, বেক্সিমকো, ইউনিয়ন ক্যাপিটাল, এমটিবি, অলিম্পিক ইন্ডা:, ইস্টার্ন লুব্রিকেন্টস প্রিমিয়ার ব্যাংক ও আফতাব অটো।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৬৯৬৮৪৬৭১১৭০.৪৬