Home ক্যাম্পাস খবর ইবির ‘ডি’ ইউনিটের ১ম মেধাতালিকার ভর্তি সম্পন্ন

ইবির ‘ডি’ ইউনিটের ১ম মেধাতালিকার ভর্তি সম্পন্ন


ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রথম মেধাতালিকার সাক্ষাৎকার সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এরশাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎকারের পর ভর্তি প্রক্রিয়া শেষে ৯টি আসন শূন্য রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গত ১৭ অক্টোবর থেজে ১৯ অক্টোবর ‘ডি’ ইউনিটভূক্ত ৪টি বিভাগে ভর্তিচ্ছুদের প্রথম মেধাতালিকার সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। গত ২৩ সেপ্টেম্বর সাক্ষাৎকারে অংশগ্রহণকারী ভর্তিচ্ছুদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়। প্রথম মেধাতালিকার ভর্তিপ্রক্রিয়া শেষে আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৯টি আসন শূন্য রয়েছে। তবে ওই ইউনিটের বাকি তিনটি বিভাগের সকল আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।