Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার


পরিক্রমা ডেস্ক : আজ (০৭.১১.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৪টি কোম্পানীর ১৮ কোটি ৪২ লক্ষ ৭৩ হাজার ৪৭৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১২৩৫ কোটি ৬৫ লক্ষ ৪৫ হাজার ৯৫৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ২২.৭৪ পয়েন্ট কমে ৬৩৯৩.০৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১২.৮৮ পয়েন্ট কমে ২২৪৫.৯৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৩৬ পয়েন্ট কমে ১৪০১.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৪৮টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানী হলো:- জেনেক্স ইনফোসিস, অরিয়ন ফার্মা, ইস্টার্ন হাউজিং, আইটিসি, বসুন্ধরা পেপার, নাভানা ফার্মা, লুব-রেফ, বিএসসি, জেএমআই হসপিটাল ও আনোয়ার গ্যালভানাইজিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- জেনেক্স ইনফোসিস, নাভানা ফার্মা, আইটিসি, অগ্নী সিস্টেম, প্রগতী লাইফ ইন্সু্রেন্স, চার্টার্ড লাইফ ইন্সু্রেন্স, লুব-রেফ, তৌফিকা ফুড, জেএমআই সিরিঞ্জ ও ইস্টার্ন ক্যাবলস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- ডোরিন পাওয়ার, ইন্দো-বাংলা ফার্মা, ইন্ট্রাকো রিফুয়েলিং, দেশ জেনারেল ইন্সু্রেন্স, ফারইস্ট ইসলামি লাইফ ইন্সু্রেন্স, ইসলামি ইন্সু্রেন্স, সেনা কল্যান ইন্সু্রেন্স, গ্লোবাল ইন্সু্রেন্স, বিএসসি ও সামিট অ্যালায়েনাস পোর্ট।

আজ ডিএসই’র বাজার মূলধন:— ৭৭৩৮৪৩৩১২৬১৮৪.০০