Home অর্থনীতি ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জ লি:- এ আজকের শেয়ারবাজার


পরিক্রমা ডেস্ক : আজ (০৮.১১.২০২২) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৬২টি কো¤পানির ২৩ কোটি ৮২ লক্ষ ৯৯ হাজার  ২৭৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৪৯৪ কোটি ৫৪ লক্ষ ৮৯ হাজার ৩৬০ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৮.৯৩ পয়েন্ট কমে ৬৩৮৪.১০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.২৪ পয়েন্ট কমে ২২৪২.৭২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৭৭ পয়েন্ট কমে ১৩৯৬.৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২২০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানী হলো:- বসুন্ধরা পেপার, জেনেক্স ইনফোসিস, অরিয়ন ফার্মা, নাভানা ফার্মা, ইস্টার্ন হাউজিং, সামিট অ্যালায়েন্স পোর্ট, লুব-রেফ, কেডিএস এক্সেসরিজ, ম্যাকসন্স স্পিনিং ও ইন্ট্রাকো রিফুয়েলিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- সামিট অ্যালায়েন্স পোর্ট, শমরিতা হসপিটাল, চার্টার্ড লাইফ ইন্সু্যরেন্স, মালেক স্পিনিং, অ্যাপেক্স ফডস, জেমিনী সী ফুড, ইনডেক্স এগ্রো, এনার্জিপ্যাক পাওয়ার, কপারটেক ও ইয়াকিন পলিমার ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানী হলো:- ইস্টার্ন হাউজিং, ইন্দো-বাংলা ফার্মা, এডিএন টেলিকম, লুব-রেফ, জেএমআই হসপিটাল, সিনোবংলা ইন্ডাস্ট্রিজ, বসুন্ধরা পেপার, আমরা ট্যাকনোলজি, ইজেনারেশন ও আইএসএন।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৭৩২৭৪৮০৬৫৮৪৬.০০