Home ব্যাংক-বীমা আস্থা লাইফ ইন্স্যুরেন্সের জাতীয় বীমা দিবস-২০২৩ উদযাপন

আস্থা লাইফ ইন্স্যুরেন্সের জাতীয় বীমা দিবস-২০২৩ উদযাপন


পরিক্রমা ডেস্ক : আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী কর্তৃক গত ০১ মার্চ ২০২৩ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত “জাতীয় বীমা দিবস – ২০২৩” নিন্মলিখিত বিবিধ কার্যক্রম এর মাধ্যমে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়:-

১. ০১ মার্চ থেকে ১৫ মার্চ ২০২৩ পর্যন্ত সেবা সপ্তাহ হিসেবে পালনের জন্য প্রধান কার্যালয়ে একটি “আস্থা বীমা সেবা বুথ ” স্থাপন এবং তা থেকে বীমা দাবি পরিশোধ সহ নানাবিধ বীমা সেবা প্রদান করা হয়।

২. প্রধান কার্যালয়ে গ্রাহক সম্বর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

৩. বিভাগ /জেলা / উপজেলা পর্যায়ে আয়োজিত কার্যক্রম সমূহ :
ক) কেন্দ্রীয় অনুষ্ঠান মালায় (আলোচনা সভা ও র‍্যালি)অংশগ্রহণ।
খ) ব্যাপক প্রচারণার জন্য শাখা কার্যালয় সমূহকে ২৮/ ২/ ২০২৩ থেকে ০২/৩/২০২৩ তারিখ
পর্যন্ত যথাযথ ভাবে সুসজ্জিতকরণ।
গ) বিভিন্ন শাখা কর্তৃক আলোচনা সভা ও র‍্যালি আয়োজন ইত্যাদি।