Home ক্যাম্পাস খবর এনএসইউ’তে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উদযাপন

এনএসইউ’তে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উদযাপন


পরিক্রমা ডেস্ক : ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আমবাগানে স্বাধীন  বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করেছিল। দিনটি তাত্পর্যপূর্ণ হওয়ায় প্রতিবছর এই দিনটি বাংলাদেশে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ হিসেবে পালিত হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ উপলক্ষে আজ এক আলোচনা সভার আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম। উপাচার্য তার বক্তব্যে বলেন,
মুজিবনগর সরকারের বৈধতার কারণেই বাংলাদেশের স্বাধীনতা অর্জন তরান্বিত হয়েছিল। শরণার্থী শিবিরের
প্রতি প্রবাসী সরকারের এই দায়িত্ব বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে।

মুজিবনগর সরকার গঠন নিয়ে ইতিহাস বর্ণনা করেন এনএসইউ’র ইতিহাস ও দর্শন বিভাগের অধ্যাপক ড. শরীফ উদ্দিন আহমেদ। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সাংগঠনিক পরিচালনায় প্রবাসী সরকার গঠন গুরুত্বপূর্ণ ছিল। মুক্তিকামী জনগণের জন্য এটি ছিল এক আলোকবর্তিকা।

এনএসইউর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইসমাইল হোসেন বলেন, প্রবাসী সরকার গঠন ইতিহাসে বিরাট এক ঘটনা। এই সরকার কেন্দ্রীয় পরিচালনার দায়িত্বে থাকায় আর্ন্তর্জাতিক সহায়তা লাভ সহায়ক হয়েছিল। অনুষ্ঠানের শুরুতে ‘মুজিবনগর সরকার’ নামে প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। এতে কবিতা আবৃত্তি করেন এনএসইউ’র স্কুল অব ইঞ্জিনিয়ারিং এন্ড ফিজিক্যাল সায়েন্সেস’র ডিন অধ্যাপক ড. জাভেদ বারী।