Home খেলাধূলা প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতল ম্যানচেস্টার সিটি

প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতল ম্যানচেস্টার সিটি


পরিক্রমা ডেস্ক: ২০১১ সালে, ম্যানচেস্টার সিটি উয়েফা চ্যাম্পিয়নস লিগে অংশগ্রহণের সুযোগ পায় এবং এফএ কাপ শিরোপা জিতে। ২০১২ সালে, তারা প্রিমিয়ার লিগ শিরোপা জিতে, যা ৪৪ বছরের মধ্যে তাদের প্রথম লিগ শিরোপা।

অবশেষে অধরা চ্যাম্পিয়নস লিগ ধরা দিল হাতের মুঠোয়। সব বাধা পেরিয়ে ইতিহাস গড়ল ম্যানচেস্টার সিটি। ১৯৯৯ সালে ম্যানইউর পর প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতল তারা।

শনিবার ইস্তানবুলে ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সিটিজেনরা।

ইস্তাম্বুলের ফাইনালে যেমন ঝাঁজ দেখার কথা, অন্তত প্রথমার্ধে তেমন কিছুর দেখা মেলেনি। একের পর এক আক্রমণ শানালেও ইন্টার মিলানের জাল ভেদ করতে পারেনি হলান্ডরা। অন্যদিকে, লাওতারো মার্টিনেজরাও তেমন জোরাল সুযোগ সৃষ্টি করতে পারেনি।