
মো.তুহিন ফয়েজ: মতলব উত্তর মোহনপুরে বিশিস্ট শিল্পপতি, সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা কাজী মিজানুর রহমানের নিজস্ব অর্থয়ানে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩য় দফায় ঈদ সামগ্রী বিতরণ উপলক্ষে মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
১৪ মে বৃহস্পতিবার সকালে বিশিস্ট শিল্পপতি,সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা কাজী মিজানুর রহমানের বাড়ীতে সামাজিক দুরুত্ব বজায় রেখে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
এ সময় উপস্থিত ছিলেন,মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সদস্য রাধে শ্যাম সাহা চান্দু ( বাবু), মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল হাই প্রাধান,সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদার,মতলব উত্তর উপজেলা যুবলীগের কার্যকরি সদস্য কাজী হাবিবুর রহমান,মোহনপুর ইউনিয়ন কৃষলীগের সভাপতি এবাদুল হক মৃধা,আওয়ামীলীগ নেতা কাজী গোলাম হোসেন,মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মানসুরা বেগম, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপদার, সহ-সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, সাংগঠনিক সম্পাদক কাজী মতিন, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ইসমাইল হোসেন,সাধারণ সম্পাদক গাজী শামিম, ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফুয়াদ সরকার, সাধারণ সম্পাদক জুয়েল সহ মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বিশিস্ট শিল্পপতি,সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা কাজী মিজানুর রহমান বলেন – করোনা ভাইরাসের সংক্রমণের কারনে কর্মহীন ও অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারি ও বেসরকারি ভাবে যেসকল বরাদ্দ আসে তা ঠিকমত বিতরণ করা হয় কিনা তদারকি করতে সবার কাজ করতে হবে। করোনার সময় মোহনপুর ইউনিয়নরে একজন মানুষও যেন অনাহারে না থাকে সেই দিকে নজর রাখতে হবে এবং সকলকে করোনা ভাইরাসের সংক্রমন হতে বাচাঁর জন্য সামাজিক দুরুত্ব মেনে চলতে হবে ৷
উল্লেখ্য- বিশিস্ট শিল্পপতি,সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা কাজী মিজানুর রহমান তার নিজস্ব অর্থয়ানে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া,হতদরিদ্র ও অসচ্ছল আওয়ামীলীগ,যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মিদের মাঝে প্রথম দফায় ১ হাজার ৫শত পরিবারের মাঝে এবং ২য় দপায় ১ হাজার ৫শত পরিবার সহ মোট ৩ হাজার পরিবারের মাঝে চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ এডভোকেট নুরুল আমিন রুহুল এমপির উপস্থিথিতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ৷ ৩ দফায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করবেন তিনি ৷