Home বিনোদন “স্বল্পদৈঘ্য বিজনেস ডেল”

“স্বল্পদৈঘ্য বিজনেস ডেল”

45
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা : ডি রুহুল রাসেল এর রচনায় ও পরিচালনায় শেষ হল স্বল্প দৈঘ্য নাটকের শুটিং এবং এডিটিং এর কাজ, আর এতে প্রথমবারের মত জুটিবন্ধ হলেন জুয়েল এবং ইস্পিহা,পরিচালক ডি রুহুল রাসেল নিজেই বলেন বিজনেস ডেল একটি সুন্দর গল্প যেখানে ফুটে উঠেছে অর্থ এবং প্রেম নিয়ে। এ গল্পে জুয়েল এবং ইস্পিহা খুব ভাল অভিনয় করেছে আশা করি দর্শকমহলে দারুন ভাবে সাড়া পাবে। নাটকটি এপ্রিলের প্রথম সপ্তাহে নিউ সিনেমাস্ ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে, জুয়েল এর আগে কচি খন্দকারের রচনায় ও পরিচালনায় বাংগি টেলিভিশন নাটকে অভিনয় করেন, সাম্প্রতিক জুয়েল সুজন অতিথির রচনায় ও পরিচালনায় এবং রংঢং মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছয়টির ও বেশি ছোট গল্পে অভিনয় করেন। new cinemas

https://www.youtube.com/channel/UCF19Hgk9fp_R6UoJcMllCTA

image_pdfimage_print