
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবী করিমকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেফতার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (১২ এপ্রিল) ফাহাদকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
এ সময় রাজধানীর কোতোয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক রুবেল খান।
শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল খান ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে ফরহাদ হোসাইন ফাহাদকে গ্রেপতার করেন কতোয়ালী থানা পুলিশ। ফাহাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ১৩তম ব্যাচের বাংলা বিভাগের ছাত্র। আইডি (বি ১৭০১০১০৩৬)।
জানা যায়, ফাহাদ ফেসবুকে এক স্ট্যাটাসে ধর্ম ও নবীজীকে নিয়ে কটূক্তি করে। এছাড়া গত ১৮ মার্চ ইসলাম ধর্ম এবং ফেরেশতাদের ব্যঙ্গ করে একটি পোস্ট দেন ফাহাদ। তার ওই পোস্টে বিভিন্ন আইডি থেকে কমেন্ট আসলে তাদের সাথে সে বাজেভাবে কথা বলেন।
এর প্রেক্ষিতে ফাহাদের ‘ফাঁসির’ দাবিতে গত ক’দিন ধরে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে আসছে জবির সাধারণ শিক্ষার্থীরা।